#পূজো পরিক্রমা : পুয়াবাগান সার্বজনীন/ এবারের থিম গহিন অরণ্যে মৌ - রাজ্য।
BY Bankura 24x715 Oct 2018 2:02 PM GMT
X
Bankura 24x715 Oct 2018 2:02 PM GMT
#বাঁকুড়া২৪X৭ পূজো পরিক্রমা-২০১৮ :-
পুয়াবাগান সার্বজনীন :
এবার ২৬ তম বর্ষে অভিনব থিম বেছেছেন এই পূজো কমিটির উদ্যোক্তারা।
মৌ মাছির গুঞ্জন আর গহিন অরণ্যের পরিবেশ উঠে এসেছে পুয়াবাগানের মন্ডপ জুড়ে।
বিশাকালর সূর্যমুখী ফুলের প্রবেশ দ্বার দিয়ে মন্ডপে ঢুকে পড়লেই টের পাবেন মৌ রাজ্যের সাতকাহন!
মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এবারের থিম "গহিন অরণ্যে মৌ রাজ্য "।
তার সাথে, রয়েছে মানানসই মাতৃ প্রতিমা ও বাহারী আলোক সজ্জা।
ষষ্ঠীর সন্ধ্যা থেকেই মন্ডপে নেমেছে মানুষের ঢল।
#দেখুন ভিডিও। [embed]
Next Story