ব্রেকিং নিউজ

কচিকাঁচাদের রবির আলোর ছটার আবর্তে আনতে, হিল হাউসে চালু হল ছোটদের রবীন্দ্র চর্চা কেন্দ্র। বিন্যামূল্যেই মিলবে শেখার সুযোগ।

কচিকাঁচাদের রবির আলোর ছটার আবর্তে আনতে, হিল হাউসে চালু হল ছোটদের রবীন্দ্র চর্চা কেন্দ্র। বিন্যামূল্যেই মিলবে শেখার সুযোগ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রবির আলোর ছটা কচিকাঁচাদের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগ নিল জেলা প্রশাসন। চালু হল কচিকাঁচাদের রবীন্দ্র চর্চা কেন্দ্র।

শহরের পিছিয়ে পড়া বস্তি,বা অঙ্গনওয়ারী এবং বিভিন্ন হোমের পাশাপাশি, সাধারণ বাড়ীর কচিকাঁচাদের এই চর্চা কেন্দ্রের আঙ্গিনায় এনে তাদের,রবীন্দ্র সঙ্গীত,রবীন্দ্র নৃত্য,আবৃত্তির পাঠ দেওয়া হবে।

আজ হিল হাউসে এই রবীন্দ্র চর্চা কেন্দ্রের সূচনা করলেন জেলা শাসক উমাশঙ্কর এস।

এখানে, জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের তত্ত্বাবধানে নিয়মিত সপ্তাহে এক বা দুই দিন করে, বিনা মূল্যে রবীন্দ্র সংগীত, নৃত্য প্রভৃতির প্রশিক্ষণ দেবেন শহরের প্রথিতযশা শিল্পীরা।

এই চর্চা কেন্দ্রে অংশ নিতে হলে, গান্ধী বিচার পরিষদ ক্যাম্পাসে তথ্য দপ্তরে যোগাযোগ করে নাম নথিভুক্ত করাতে হবে।

প্রসঙ্গত, জেলা শাসকের বাংলো হিল হাউসে,১৯৪০ সালের ১লা মার্চ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসে,তিনদিন কাটিয়েছিলেন। সেই স্মৃতি বাঁচিয়ে রাখতেই, এই রবীন্দ্র চর্চার আয়োজন বলে জানান জেলা শাসক উমাশঙ্কর এস।

আজ শুভ সূচনা পর্বে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

কচিকাঁচা শিল্পীদের নৃত্য পরিবেশন সবার নজর কাড়ে।

একটা সময়, হিল হাউসের আয়েঙ্গার মুক্ত মঞ্চে নানা অনুষ্ঠান হত।

পরে, গুলাম আলি আনসারী জেলা শাসক থাকা কালীন, এখানে সব ধরনের অনুষ্ঠান বন্ধ করে দেন।সেই সময় তা নিয়ে বিতর্কও ওঠে!

ফের এই মুক্তমঞ্চ, সাংস্কৃতিক চর্চার জন্য খুলে দেওয়ায় খুশী শহর বাসী।

#দেখুন ভিডিও।[embed]

Next Story