মেজিয়ার পাপ্পু সিং হত্যা মামলায় রাজু দুবে ও চন্দন দুবের যাবজ্জীবন কারাদণ্ড।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পাপ্পু সিং খুনের ঘটনায় রাজু দুবে ও চন্দন দুবে নামে দুই অভিযুক্ত কে যাবজ্জীবন কারাদণ্ড দিল বাঁকুড়া জেলা আদালত। ২০১৮ সালের ৯ ই মার্চ মধ্য রাতে একটি গাড়ী করে মেজিয়ার বানজোড়া গ্রামের বাড়ী থেকে পাপ্পু সিং কে তুলে নিয়ে যায় রাজু ও চন্দন। পরের দিন সকালে পাপ্পুর স্ত্রী সোনালী দেবী মেজিয়া থানায় তার স্বামী কে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন। পরে বর্ধমানের কাঁকসা থানা এলাকার একটি জঙ্গল থেকে পাপ্পু সিং এর মৃতদেহ উদ্ধার হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। চলে রাজু ও চন্দনের তল্লাশি। বেশ কিছু দিন তারা গা ঢাকা দেয়। ২০১৮ সালের ২৯ মার্চ সল্টলেকের করুনাময়ী থেকে রাজু কে গ্রেপ্তার করে পুলিশ। আর ২৪ শে এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা থেকে চন্দন গ্রেপ্তার হয়।এর পর চলে বিচার পর্ব।আদালতে ১৮ জন সাক্ষ্য দেন। যাবতীয় সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিচারক খুনের দায়ে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড এবং জোর করে তুলে নিয়ে যাওয়ার অপরাধে ১০ বছরের কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি, অন্য একটি ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জারিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রাজু দুবে,চন্দন দুবে মেজিয়া এলাকায় অবৈধ কয়লা সিন্ডিকেটে যুক্ত ছিল।পাপ্পু সিং রাজুর গ্যাং এর হয়ে কাজ করত। রাজু এলাকার ত্রাস বলে পরিচিত ছিল সেই সময়। রাজু ও চন্দন কে ধরতে পুলিশকেও যথেষ্ট বেগ পেতে হয় সেই সময়।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]