Home > ব্রেকিং নিউজ > বিরল প্রজাতির "মদন টাক" - পাখি উদ্ধার কে কেন্দ্র করে, চাঞ্চল্য কোতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চলে!
বিরল প্রজাতির "মদন টাক" - পাখি উদ্ধার কে কেন্দ্র করে, চাঞ্চল্য কোতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চলে!
BY Bankura 24x74 April 2019 1:42 PM IST

X
Bankura 24x74 April 2019 1:42 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিরল প্রজাতির একটি মদন টাক পাখি উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিষ্ণুপুর মহকুমার গোপীনাথপুর অঞ্চলের কাঞ্চনপুর গ্রামে। গড়ুর পাখি উদ্ধার হয়েছে এই রটনার ফলে আসপাশের নিত্যানন্দপুর, পরমানন্দপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে লোকজন ভীড় জমান।খবর দেওয়া হয় বন দপ্তরেও। পাখিটির ডানায় আঘাতের চিহ্ণ রয়েছে। চোখের নীচেও ক্ষত থেকেও রক্ত ঝরছে। পাখিটি অসুস্থ,ফলে তার চিকিৎসার ব্যবস্থার জন্যও বন দপ্তরে আর্জি জানিয়েছেন স্থানীয়রা।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]
Next Story