জঙ্গলমহল খাতড়া

বারিকুলে মাওবাদীদের হাতে খুন শহীদ পুলিশ কর্মীর স্মৃতি তর্পনে, একগুচ্ছ অনুষ্ঠান জেলা পুলিশের।

বারিকুলে মাওবাদীদের হাতে খুন শহীদ পুলিশ কর্মীর স্মৃতি তর্পনে, একগুচ্ছ অনুষ্ঠান জেলা পুলিশের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মাওবাদীদের হাতে খুন হওয়া পুলিশ কর্মী শহীদ সঞ্জয় ঘোষের স্মরণে আজ বারিকুল থানার মুড়কুম গ্রামে এক গুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করে বাঁকুড়া জেলা পুলিশ। এদিন শহীদ সঞ্জয় ঘোষের স্মরণে পুলিশ প্যারেড, স্মৃতি ফলকে মাল্যদানের পর অন্যান্য অনুষ্ঠানের সূচনা হয়।

আদিবাসী মহিলারা অংশ নেন তাদের প্রিয় "বউ বসা" খেলায়।বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনীর পর ছিল গ্রামবাসীদের সাথে পংক্তি ভোজন। পুলিশ সুপার নিজে হাতে খিচুড়ি পরিবেশন করেন। সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) বিশপ সরকার,খাতড়ার এসডিপিও বিবেক বর্মা প্রমুখ।

এছাড়া অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাইপুরের বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু সহ স্থানীয় জন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।সকলেই মাটিতে বসে একসাথে খিচুড়ি ভোজন সেরে, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন এই পংক্তি ভোজে।

প্রসঙ্গত, ২০১০ সালে আজকের দিনে সন্ধ্যে বেলায় বারিকুলের মুরকুম গ্রামের কাছে মাওবাদী দমন অভিযানে গেলে,মাওবাদীরা অপহরনের পর নৃশংস ভাবে খুন করে সঞ্জয় কে।

সঞ্জয়ের আত্মবলিদান কে সম্মান জানাতে আজ, জেলা পুলিশের এই স্মৃতি তর্পনের আয়োজন।এই অনুষ্ঠানে সামিল হন গ্রামবাসীরাও।

এখন আর গ্রামের বাতাসে বারুদের গন্ধ নেই।এলাকায় ফিরে এসেছে শান্তির বতাবরন। আর এর নেপথ্যে রয়েছে সঞ্জয়ের মতো বীর শহীদের আত্মত্যাগের ইতিহাস। বাঁকুড়া২৪X৭পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা রইল শহীদ এই পুলিশ কর্মীর প্রতি এবং তাঁর পরিবারের প্রতি রইল সমবেদনা।

Next Story