ব্রেকিং নিউজ

চলে গেলেন জেলার বর্ষীয়ান সাংবাদিক তথা 'রাঢ় বাঁকুড়া' সংবাদপত্রের সম্পাদক শ্যামাপদ চৌধুরী।

চলে গেলেন জেলার বর্ষীয়ান সাংবাদিক তথা রাঢ় বাঁকুড়া সংবাদপত্রের সম্পাদক  শ্যামাপদ চৌধুরী।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : চলে গেলেন জেলার বর্ষীয়ান সাংবাদিক,সম্পাদক,প্রাবন্ধিক তথা কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা, শ্যামাপদ চৌধুরী। তাঁর সম্পাদিত'রাঢ় বাঁকুড়া'সংবাদ পত্র সারা জেলায় সমাদৃত ছিল তাঁর লেখনীর জাদুতে। জেলার শালতোড়া ব্লকের তিলুড়িতে জন্ম গ্রহণ করেন এই কৃতি সন্তান।

আজন্ম কমিউনিস্ট ভাবধারায় শ্যাম বাবুর সিধে- সাদা জীবন যাপনই ছিল ওনার ব্যক্তিত্বের ইউএসপি।

আজ সকালে বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বরিষ্ঠ সাংবাদিক। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।বাঁকুড়ার এই বিশিষ্ট সাংবাদিকের মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।জেলার সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি বর্গ এবং অন্যন্য ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এদিন শ্রী চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানান।

Next Story