জঙ্গলমহল খাতড়া

চলে গিয়েও অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল পুয়াবাগান বিবেকান্দ শিক্ষা নিকেতনের ছাত্র ছোট্ট রূপম! কিন্তু উত্তর কি মিলবে?

চলে গিয়েও অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল পুয়াবাগান বিবেকান্দ শিক্ষা নিকেতনের ছাত্র ছোট্ট রূপম! কিন্তু উত্তর কি মিলবে?
X

#বাঁকুড়া২৪Xপ্রতিবেদন : কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটতে চেয়েছিল ছোট্ট রূপম। কিন্তু অকালেই ঝরে গেল সে! চলে গেল সকলকে কাঁদিয়ে কিন্তু অনেক গুলো প্রশ্ন তুলে দিয়ে গেল তার এই অকাল মৃত্যু? মা,বাবা অনেক আশা নিয়ে বড়ো নামী ইংরাজী মাধ্যম স্কুলে ভর্তি পড়তে পাঠিয়ে ছিলেন ছেলে কে মানুষের মতো মানুষ করবেন বলে, কিন্তু সেই স্কুলে পড়তে পাঠানোই কাল হল! স্কুলে পড়তে গিয়ে ছিল আর পাঁচটা দিনের মতো, কিন্তু সেই শেষ যাওয়া! বাড়ীর ছেলে আজ বাড়ী ফিরল ঠীকই তবে,লাশ হয়ে! কেন এমন হল? অকালে রুপমের চলে যাওয়ায় দায় কার? এনিয়ে উঠছে নানা বিতর্ক! যুক্তি,পালটা যুক্তি খাঁড়াও করছেন কেও,কেও! কিন্তু বিবেকানন্দ শিক্ষা নিকেতন কেন একটা ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করতে অপারগ? রুপমের আঘাত যে কারনেই হোক, একটু তারাতাড়ি কি তার চিকিৎসার ব্যবস্থা করা যেত না? সাপে কামড়ানোর গল্প ছড়িয়ে দেওয়া হল? এসব নানা প্রশ্ন জেলার আনাচে,কানাচে শোনা গেছে। স্কুলের গাফিলতির কারনেই মৃত্যু হয়েছে সেই মর্মে থানায় অভিযোগও দায়ের করেছেন রূপমের পরিবার। এখন ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে ঠিকই। তবে ছোট্ট রূপম আর কোনো দিনই ফিরবে না!মায়ের কোল ভরবে না! তবুও কি টনক নড়বে এই স্কুল কতৃপক্ষের? এই প্রশ্নটাও রেখে গেল রূপম। কিন্তু তার কি উত্তর মিলবে? ...

এদিকে,আজ সন্ধ্যায় রতনপুরের বাড়ী থেকে রূপমের মরদেহ তার দেশের বাড়ী একাড়াতে নিয়ে যাওয়া হয়। আর এই গ্রামের শ্মশানেই হয় তার শেষকৃত্য।

#দেখুন 🎦 ভিডিও।👇[embed] href="https://www.bankura24x7.com/rpf-recover-a-class-five-girl-student-st-chatna-station/img-20190604-wa0027-2/" rel="attachment wp-att-5682">

Next Story