জঙ্গলমহল খাতড়া

বুলেটে চড়ে একই দিনে, জঙ্গল মহলের তিনটি ব্লক চষে বেড়ালেন জেলাশাসক।

বুলেটে চড়ে একই দিনে, জঙ্গল মহলের তিনটি ব্লক  চষে বেড়ালেন জেলাশাসক।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শনিবার অফিস ছুটি। তাই সাত সকালেই বুলেট চালিয়ে জঙ্গল মহলের তিন তিনটে ব্লক চষে বেড়ালেন জেলাশাসক উমা শঙ্কর এস। ইন্দপুর,,তালডাংরা ও সিমলাপালে গিয়ে সরজমিনে খতিয়ে দেখেন গ্রামের স্বাস্থ্য পরিষেবা থেকে প্রাথমিক স্কুল,আইসিডিএস সেন্টারের হাল হকীকত। একশো দিনের কাজ থেকে সয়ম্ভর গোষ্ঠীর হাতের কাজ কিছুই বাদ যায়নি। এমনকি চেখে দেখেন মিড ডে মিলের খাবারও। এদিনের এই গ্রাম পরিক্রমায় গিয়ে তিনি ক্ষোভ চেপে রাখতে পারেন নি ইন্দপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত কুরুস্থলিয়া আইসিডিএস সেন্টারে কর্মীদের গর হাজিরা দেখে। আর এখানকার প্রাইমারী স্কুলে সব শ্রেণী কক্ষ ব্যাবহার না করে তালা বন্ধ করে রাখায় রেগেও যান তিনি। সাথে,সাথে গ্রামবাসীরাই তালা ইঁট দিয়ে ভেঙ্গে শ্রেণীকক্ষের দরজা খোলেন। এখানে ভাঙ্গাচোরা ঘরে ঝুঁকি নিয়ে পঠন,পাঠন চালানোয় শিক্ষকদের একহাত নেন তিনি। এই দুটি ঘটনায় প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, মানুষের দাবী মেটাতে নুতন ব্রীজ তৈরীর প্রস্তাব ওপরে পাঠানোর প্রতিশ্রুতিও দেন। বুলেটে চড়ে দিনভর ঘুরে তিনি এদিন তিন ব্লকের উন্নয়নের মাপকাঠি জরিপ করেন। শেষে খাতড়া এসডিও অফিসে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথারিটির বৈঠক যোগ দেন জেলাশাসক।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/after-the-attack-the-visiting-super-specialty-block-and-inspected-the-security-the-bsmch-principal-said/img-20191201-wa0021/" rel="attachment wp-att-7296">

Next Story