জঙ্গলমহল খাতড়া

বাঁকুড়া-তালডাংরা রোডের কোলের গ্রামের কাছে, ৪০৭ লরির ধাক্কায় মৃত এক মোটর বাইক আরোহী।

বাঁকুড়া-তালডাংরা রোডের  কোলের গ্রামের কাছে, ৪০৭ লরির ধাক্কায় মৃত এক মোটর বাইক আরোহী।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (অভিজিৎ ঘটক,রতনপুর) : বেপরোয়া ৪০৭ লরির ধাক্কায় প্রান গেল এক মোটর সাইকেল আরোহীর। আজ দুপুরে এই মর্মান্তিক পথ দূর্ঘটনাটি ঘটে কোলের গ্রামের কাছে। মৃত ব্যাক্তির নাম দেবাশিষ পাল (৪০)। তিনি রতনপুরের রসিকনগরপুরের বাসিন্দা হলেও বর্তমানে রতনপুরে পেশাগত কারণে থাকতেন বলে জানাগেছে। পেশায় ইলেকট্রিক সামগ্রীর দোকানদার দেবাশিষ বাবু আজ দুপুরে মোটর বাইকে চড়ে বাঁকুড়ায় দোকানের জিনিস কিনতে আসছিলেন। আসার পথে বাঁকুড়া -তালডাংরা রোডে কোলের গ্রামের কাছে বাঁকুড়া দিক থেকে আসা ছোট লরিটি ধাক্কা দিয়ে চম্পট দেয়।পরে আবশ্য সিমলাপাল থানা এলাকায় পুলিশ লরিটিকে চালক সহ আটক করে।

Next Story