বড়জোড়ায় দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২ আহত ১।
BY Bankura 24x720 Nov 2018 1:12 PM IST
X
Bankura 24x720 Nov 2018 1:12 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দ্রুতগতিতে বাঁক নেওয়ার সময় দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের। গুরুতর আহত আরও এক বাইক আরোহী।
আজ বড়জোড়া থানার হাটআশুড়িয়া- পখন্না রাস্তার হরিরামপুর মোড়ে এই দূর্ঘটনা ঘটে। এক জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর দুইজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে একজন কে বাঁকুড়া মেডিকেলে রেফার করা হয়। মেডিকেলে কিছুক্ষন আনার পর তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মৃতের নাম আহমেদ আলী মিদ্দ্যা (৩৫) এবং বাঁকুড়া মেডিকেলে মারা যায় নীতীশ বড়ু (১৭)।
আর ফুল চাঁদ বড়ু নামে এক আহতকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
Next Story