ছাতনায় বাইককে বাঁচাতে গিয়ে, মন্দিরে ধাক্কা এসবিএসটিসি বাসের। মৃত ১, আহত ১৫ । #দেখুন ভিডিও।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :ছাতনায় পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক বাস যাত্রীর। আহত অন্তত আরোও ১৫ জন।
একটি মোটর বাইক কে দূর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে,যাত্রী বোঝাই সরকারী বাস,রাস্তার পাশে একটি মন্দিরে ধাক্কা মারায় এই বিপত্তি।এর ফলে,এক বাস যাত্রীর মৃত্যু হয়। আহত অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ৯ জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে,ভর্তি করানো হয়েছে।বাকিদের ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে।জেলার ছাতনা - শালতোড়া সড়কের দুবরাজপুর মোড়ের কাছে এই দূর্ঘটনা ঘটে। দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সিউড়ি- পুরুলিয়া রুটের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরে ধাক্কা মারালে,বাসটির সামনের অংশ দুমড়ে যায়। বাসের কেবিনে বসা যাত্রীরা গুরুতর চোট পান।
জানা গেছে,মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় রায় (৪৫)। তিনি ছাতনার উপরডিহির বাসিন্দা। পেশায় মাংস বিক্রেতা। তিনি বাঁকুড়া থেকে ওই বাসে চড়ে ছাতনা ফিরছিলেন।
দেখুন 🎦 ভিডিও👇[embed]