Home > জঙ্গলমহল খাতড়া > ইন্দপুরে ৬০-এ জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা মোটর ভ্যানে দশ চাকার লরির ধাক্কা,মৃত ১,আহত ১,ঘটনাস্থলে উত্তেজনা। ।
ইন্দপুরে ৬০-এ জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা মোটর ভ্যানে দশ চাকার লরির ধাক্কা,মৃত ১,আহত ১,ঘটনাস্থলে উত্তেজনা। ।
BY Bankura 24x76 Jan 2019 2:14 PM GMT

X
Bankura 24x76 Jan 2019 2:14 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দ্রুত গতির দশ চাকার একটি লরি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি মোটর ভ্যান কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হল এক ব্যাক্তির। আরও এক জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
।আজ বিকেলে ইন্দপুর থানার ৬০ -এ জাতীয় সড়কের পায়রাচালী মোড়ের কাছে এই দূর্ঘটনা ঘটে। যার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
স্থানীয়রা এই এলাকায় স্পীড ব্রেকার বসানোর দাবী তুলেছেন।ইন্দপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়।
মৃত ব্যক্তির নাম তাপস পাল (৩৫) বলে জানা গেছে। ঘাতক লরিটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক বলে জানা গেছে।
#দেখুন ভিডিও।[embed]
Next Story