অষ্টমঙ্গলা করতে যাওয়ার পথে লরি- মারুতি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পাত্র,পাত্রের বাবা ও পাত্রীর খুড়তুতো দাদার,আশঙ্কাজনক পাত্রী।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অষ্টমঙ্গলা করতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দূর্ঘটনায় প্রাণ হারালেন পাত্র, পাত্রের বাবা এবং পাত্রীর এক খুড়তুতো দাদা। আজ বেলার দিকে বাঁকুড়ার ষাটের 'এ'জাতীয় সড়কের কাশীবেদ্যার কাছে পাত্র পক্ষের সওয়ারী মারুতি গাড়ীর সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষে এক সাথে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটে। এদিকে,পুলিশকে খবর দেওয়ার অনেক পরে ঘটনাস্থলে পৌঁছানোয় স্থানীয় মানুষ পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায়। এমকি দূর্ঘটনার প্রায় দেড় ঘন্টা পর অ্যাম্বুলেন্স আসায় আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেরী হয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঁকুড়া মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিন জনকে মৃত বলে ঘোষনা করেন।পুলিশ জানিয়েছে, মৃত তিন জন হলেন বিজয় পাল (পাত্র),সঞ্জয় পাল(পাত্রের বাবা)ও মৃত্যুঞ্জয় খাঁ ( পাত্রীর খুড়তুতো দাদা) আর পাত্রী সান্ত্বনার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে। জানা গেছে মারুতি করে বাঁকুড়ার সারেঙ্গা থানার ব্রাহ্মণডিহা থেকে পুরুলিয়া জেলার হুড়া থানার রামপুরে পাল পরিবার অষ্টমঙ্গলা করতে যাচ্ছিলেন। এই খবর পাওয়ার পরই সারেঙ্গা ও হুড়ায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]