ব্রেকিং নিউজ

গ্যাস সিলিন্ডার বাহী লরির সাথে ট্রাক্টরের ধাক্কা শালগাড়ায়। ঘটনাস্থলে পুলিশ।

গ্যাস সিলিন্ডার বাহী লরির সাথে ট্রাক্টরের ধাক্কা শালগাড়ায়। ঘটনাস্থলে পুলিশ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া- দূর্গাপুর রোডে দূর্গাপুর ব্যারেজের কাছে শালগাড়ায় একটি গ্যাস সিলিন্ডার বাহী লরির সাথে ট্রাক্টরের ধাক্কার ঘটনা ঘটে। লরিটি ট্রাক্টরের ডালায় সজোরে ধাক্কা মারলে লরির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ট্রাক্টরটিও ক্ষতিগ্রস্ত হয়। বড়জোড়া থানার পুলিশ ঘটনা স্থলে যায়। গাড়ী দূটি আটক করলেও চালক পলাতক বলে জানা গেছে। তবে কারও চোট, আঘাত লাগার খবর নেই বলে জানিয়েছে পুলিশ।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story