Home > ব্রেকিং নিউজ > পথ দূর্ঘটনায় ছাত্রের মৃত্যু, মরদেহ রাস্তায় ফেলে অবরোধ- বিক্ষোভ শালতোড়ার পাবড়ায়।
পথ দূর্ঘটনায় ছাত্রের মৃত্যু, মরদেহ রাস্তায় ফেলে অবরোধ- বিক্ষোভ শালতোড়ার পাবড়ায়।
BY Bankura 24x77 Feb 2019 12:12 PM IST

X
Bankura 24x77 Feb 2019 12:12 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ট্রাক্টরের ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ছাত্রের মরদেহ ফেলে রেখে পথ অবরোধ করে বিক্ষোভের জেরে উত্তাল হল বাঁকুড়ার শাল তোড়া,থানা এলাকার পাবড়া গ্রাম।
বুধবার বালি পরিবহনের কাজে যুক্তএকটি ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় পার্থ কর্মকার নামে এক অষ্টম শ্রেণির ছাত্রের।আজ এই ঘটনায় প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে মৃতদেহ রাস্তায় ফেলে রেখে পাবড়া মোড় থেকে রামপুর গামী রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা।
#দেখুন 🎦ভিডিও👇[embed]
Next Story