ব্রেকিং নিউজ

ঠিকাদারের মৃত্যুর কারণেে জেলায় প্রায় ৬০ কোটি টাকার রাস্তা তৈরীর কাজ বন্ধ, বিপাকে গ্রামবাসীরা ! সমস্যা মেটাতে তৎপরতা শুরু দপ্তরের।

ঠিকাদারের মৃত্যুর কারণেে জেলায় প্রায় ৬০ কোটি টাকার রাস্তা তৈরীর কাজ বন্ধ, বিপাকে গ্রামবাসীরা ! সমস্যা মেটাতে তৎপরতা শুরু দপ্তরের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ঠীকাদারের মৃত্যুর কারণে জেলায় প্রায় ৬০ কোটি টাকার রাস্তার কাজ থমকে গিয়েছে।

ফলে, সমস্যায় পড়ছেন জেলার বিভিন্ন গ্রামের মানুষজন।

জয়পুর ব্লকের এইচ,এস থেকে বিক্রমপুর পর্যন্ত ১৪ কিমি রাস্তার একই হাল।প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে এই রাস্তা তৈরির মাঝপথে, ঠীকাদার হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে, আর রাস্তা তৈরীর কাজ এগোয়নি!

এই রাস্তা তৈরীর কাজ শুরু হয় গত বছরের ২৫শে নভেম্বর। আর, কাজ শেষ করার কথা এবছরের ১৬ই নভেম্বর। তাই, হাতে গোনা কটাদিন পার হলেও যে এই রাস্তা তৈরীর কাজ বিশবাঁও জলে তা বলাই বাহুল্য। সেই সময়, এই রাস্তা তৈরীর আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত ও জন স্বাস্থ্য ও কারিগরি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা। কিন্তু রাস্তায় মাটি পড়লেও আর পিচ পড়েনি।এই সমস্যা নিয়ে গ্রামবাসীরা বিডিওর কাছে ডেপুটেশন ও দেন।কিন্তু, কাজ শুরু হয়নি। কেবল জয়পুর নয়! অন্যন্য এলাকার রাস্তাগুলিরও একই অবস্থা।

কোথাও ৩০% বা কোথাও আবার ৭০% কাজ এগিয়েই কাজ থমকে গেছে। ঠিকাদারের মৃত্যু জনিত কারণে আর কাজ শুরুই হয়নি!

এই অবস্থায় সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। তিনি জিলাপরিষদের মাধ্যমে নুতন ডিপিআর বানিয়ে রাজ্য পঞ্চায়েত দপ্তরে পাঠানোর ব্যবস্থাও করেছেন।

তিনি জানিয়েছেন, এই আটকে থাকা ৬০ কোটি টাকার রাস্তার কাজ শীঘ্রই শুরু করে সমস্যা মেটানো হবে।

এখন, দেখার জেলা প্রশাসন এই রাস্তার জট কাটিয়ে, কবে নুতন রাস্তা গ্রামবাসীদের জন্য উৎসর্গ করতে পারে?

#দেখুন ভিডিও।

[embed]

Next Story