বাজার-বানিজ্য

জঙ্গল মহল সিনার্জিতে চার জেলায় ১০৩৬ কোটি টাকা শিল্পে বিনিয়োগের প্রস্তাব , তার মধ্যে, বাঁকুড়ায় ৪৫০ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা।

জঙ্গল মহল সিনার্জিতে চার জেলায় ১০৩৬ কোটি টাকা শিল্পে বিনিয়োগের প্রস্তাব , তার মধ্যে, বাঁকুড়ায় ৪৫০ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্যের প্রথম জোন ভিত্তিক জঙ্গল মহলের চার জেলার ক্ষুদ্র, ছোট,ও মাঝারি শিল্পের সিনার্জিতে প্রায় ১০৩৬ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব মিলল। এর ফলে জঙ্গল মহলের বাঁকুড়া,পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে শিল্প গড়ে ওঠার পাশাপাশি, ব্যাপক কর্ম সংস্থান ও হবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাব মতো জঙ্গল মহলের চার জেলায় নুতন করে ১৩২ টি শিল্প ইউনিট গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

ক্ষুদ্র,ছোটো,ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান,বাঁকুড়ায় প্রায় সাড়ে চারশো কোটি টাকার,পুরুলিয়ায় ৬৭০ কোটি, পশ্চিম মেদিনীপুরে ৭০০ কোটি, ও ঝাড়গ্রামে ৯ কোটি ৫১ লক্ষ টাকার শিল্পে বিনিয়োগের প্রস্তাব এসেছে।

তিনি আরও বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলা শিল্প সম্মেলনে রাজ্যে জোন ভিত্তিক সিনার্জি করার প্রস্তাব দিয়েছিলেন। সেই মতো বাঁকুড়া রবীন্দ্র ভবনে জঙ্গল মহলের চার জেলা নিয়ে এই প্রথম শিল্প সিনার্জি অনুষ্ঠিত হল। সাড়াও ভালো মিলেছে। পাশাপাশি, শিল্প উদ্যোগীদের নানা সমস্যার সমাধানে ক্লিনিক করে পরিসেবাও দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন দপ্তরের অাধিকারিকরাও এদিন সিনার্জিতে সরাসরি শিল্প উদ্যোগীদের সাথে কথা বলে সমস্যার সমাধানও বাতলে দেন।

এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন জঙ্গল মহলের চার জেলার শিল্পোদ্যোগীরাও।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story