জঙ্গলমহল খাতড়া

জন অভিযোগ দিবসে জেলাশাসকের কাছে ছেলের ময়নাতদন্তের রিপোর্ট রিভিউয়ের আর্জি জানালেন রূপমের বাবা।

জন অভিযোগ দিবসে জেলাশাসকের কাছে ছেলের ময়নাতদন্তের রিপোর্ট রিভিউয়ের আর্জি জানালেন রূপমের বাবা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার পোয়া বাগানের বিবেকানন্দ বিদ্যাপীঠের তৃতীয় শ্রেনীর ছাত্র রূপম পালের মৃত্যুর ঘটনায় এবার জেলা শাসকের কাছে ময়না তদন্ত রিপোর্ট রিভিউ করার আর্জি জানালেন রূপমের বাবা চক্রধর পাল।

আজ সোমবার জন অভিযোগ দিবসে অন্যান্য।অভিভাবকদের সাথে নিয়ে জেলা শাসকের কাছে ছেলের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের শাস্তি এবং ময়না তদন্তের রিভিউ করে দেখার জন্য জেলা শাসক ডাঃ উমা শঙ্কর এসের কাছে অনুরোধ জানান। পাশাপাশি, চক্রধর বাবুর আরও অভিযোগ, ময়নাতদন্তে মাথায় আঘাত লেগে যে রূপমের মৃত্যু হয়েছে তা উল্ল্যেখ করা থাকলেও সেই আঘাত কেমন ছিল,কী ধরণের ছিল,তা লেখা নেই! তাই এই বিষয়টি খোলসা করতে রিপোর্টে রিভিউ করার দাবী তোলেন তিনি।

তবে, এদিন জেলাশাসক নিজেও এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। মৃত রূপমের বাবা স্কুলের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনারও দাবী জানান।

অন্যদিকে,রূপমের মৃত্যুর ঘটনা খতিয়েদেখতে সিএমওএইচ এবং সদর মহকুমা শাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি আগেই গঠন করেছিলেন জেলাশাসক। সেই কমিটির কাছে রূপমের মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দেওয়ারও এদিন নির্দেশ দেন জেলা শাস শাসক বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ২৩ শে জুলাই রূপম আন্যান্য দিনের মতোই রতনপুর থেকে স্কুলে আসে। টিফিনে এক সহপাঠী তাকে ক্যারাটের পোজে মারধর করলে সে চোট পায়। ক্লাসে গিয়ে মাথা নিচু করে বসে থাকায় ক্লাস নিতে আসা এক শিক্ষিকাও রূপমের মাথা বেঞ্চে ঠুকে দেয় বলে অভিযোগ ওঠে। এর পর জ্ঞান হারায় রূপম। তাকে স্কুল কতৃপক্ষ বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ৯ দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে হার মানে। এর পর রূপমের ওই সহপাঠী এবং শিক্ষিকার নামে রূপমের মৃত্যু ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন রূপমের বাবা। ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্টও প্রকাশিত হয়। তাতেও মাথায় আঘাত জনিত কারণে মৃত্যুর কথা লেখা থাকলেও যাদের নামে অভিযোগ দায়ের হয়েছে তারা এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভও উগরে দেন পুত্র শোকে কাতর চক্রধর বাবু।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/dyfi-in-protest-of-blockade-by-planting-paddy-onbankura-durgapur-state-high-way/j3s-7-1_1024x1408/" rel="attachment wp-att-6163">

Next Story