Home > জঙ্গলমহল খাতড়া > রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ বাঁকুড়া-পুরুলিয়া জেলার ২৬ তম ষাণ্মাসিক সন্মেলন অনুষ্ঠিত হয়ে গেল খাতড়ায়।
রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ বাঁকুড়া-পুরুলিয়া জেলার ২৬ তম ষাণ্মাসিক সন্মেলন অনুষ্ঠিত হয়ে গেল খাতড়ায়।
BY Bankura 24x724 Sep 2018 2:26 AM GMT

X
Bankura 24x724 Sep 2018 2:26 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ বাঁকুড়া-পুরুলিয়া জেলার ২৬ তম ষাণ্মাসিক সন্মেলন অনুষ্ঠিত হয়ে গেল রবিবার।
খাতড়া রামকৃষ্ণ আশ্রম সেবায়তনের উদ্যোগ আয়োজিত এই সম্মেলনে সংগঠনের ৩৯ টি শাখার ৭৬ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। প্রধানত,ঠাকুর, মা, স্বামীজীর মতাদর্শে সেবামূলক কাজে সদস্যদের নিয়োজিত করায় একই সংগঠনের উদ্দেশ্য বলে জানান, সংগঠনের আহ্বায়ক সমীর কুমার পান্ডে।
এদিন,সম্মেলন মঞ্চে বক্তব্য রাখেন স্বামী জ্ঞানলোকানন্দজী, সম্পাদক, রামকৃষ্ণ মঠ বিদ্যাপীঠ,পুরুলিয়া, স্বামী শেখরানন্দদজী, প্রতিনিধ বেলুড় মঠ, স্বামী কৃত্তিবাসানন্দজী, অধ্যক্ষ, বাঁকুড়ারামকৃষ্ণ মঠ ও মিশন প্রমুখ।
Next Story