ব্রেকিং নিউজ

জয়পুরে অতিরিক্ত বালি বোঝাই লরির দাপটে রাস্তা তৈরীতে ব্যাঘাত! এলাকায় ক্ষোভ, উঠছে লরি চলাচল নিয়ন্ত্রনের দাবীও।

জয়পুরে অতিরিক্ত বালি বোঝাই লরির দাপটে রাস্তা তৈরীতে ব্যাঘাত! এলাকায় ক্ষোভ, উঠছে লরি চলাচল নিয়ন্ত্রনের দাবীও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (উত্তম দে,জয়পুর) : জেলার জয়পুর ব্লকের বিষ্ণুপুর -কোতুলপুর অহল্যাবাই রাজ্য সড়কের সংস্কারের কাজে ব্যঘাত ঘটাচ্ছে শয়ে,শয়ে যাতায়াতকারী ওভার লোডেড বালি পরিবহনে যুক্ত থাকা লরি।

রাস্তা তৈরীর কাজ চললেও এই বালি বোঝাই লরির দাপটে রাস্তা তৈরীর গুনমান যেমন মার খাচ্ছে,তেমনি এই অতিরিক্ত বালি বোঝাই লরির বেপরোয়া চলাচল স্কুল পড়ুয়া থেকে আমজনতার যাতায়াতের পথে, দূর্ঘটনা ঘটার আশঙ্কাও জোরালো করছে!

বিশেষ করে স্কুল,ও অফিস টাইমে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। পাশাপাশি, যানজটে জেরবার হতে হচ্ছে আম জনতাকে।

স্থানীয়দের অভিযোগ, বিডিও,এসডিও, ভুমি দপ্তর এমন কি জেলা শাসকের অফিসে অভিযোগ জানিয়েও ওভার লোড বালি বেঝাই লরির দাপাদাপি কমেনি। উল্টে খানিক বেড়েই গিয়েছে।

স্বাভাবিক ভাবেই, ওভার লোডিং বালি পরিবহনের ক্ষেত্রে প্রশাসনিক উদাসীনতায় ক্ষোভ বাড়ছে এলাকায়।

এদিকে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, এই বালি বোঝাই লরি পরিবহনে রাশ টানতে আধিকারিকদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। তার পরও জয়পুরের চিত্রটা আদৌ বদলায়নি!

বিশেষ করে যখন রাজ্য সড়কে কাজ চলছে তখন এই লরি চলাচল নিয়ন্ত্রিত করা বা সাময়িক বন্ধ করা প্রয়োজন, তা না হলে এই রাস্তার কাজে সঠিক গুণমান রক্ষা হবেনা তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত,বিষ্ণুপুরের কুমারী সিনেমার থেকে রাজগ্রাম পর্ষন্ত রাস্তার কাজ চলছে।বিশেষ করে জয়পুরের বাগাজোল থেকে রাজগ্রাম বাস স্ট্যান্ড অবধি এই সড়কের বেহাল দশা ছিল।বালি বোঝাই লরির দাপটে রাস্তা ভেঙ্গে চুরে খানা,খন্দে ভরে গিয়েছিল।এখন পিডাব্লুডি এই সড়কের সংস্কারের কাজ শুরু করেছে।

কাজ চলছেও দ্রুত গতিতে। কিন্তু বাগাজোল থেকে রাজগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা তৈরীতে বালি বোঝাই লরির যাতায়াতে সমস্যা চরমে উঠেছে!

তৈরীর সময় যেমন রাস্তার ক্ষতি হচ্ছে,তেমনি যানজটে নাকাল হচ্ছেন নিত্যাত্রীরা। স্কুল,পড়ুয়া থেকে সাধারণ মানুষ তাই রাস্তা সম্পূর্ণ তৈরী না হওয়া পর্যন্ত সাময়িক বালি বোঝাই লরি চলাচলে নিষেধাজ্ঞা জারীর দাবীতে সরব হয়েছেন।

#দেখুন ভিডিও।[embed]

Next Story