প্রশাসনের ওপর আস্থা হারিয়ে, ইন্দাসের বাসিন্দারা মাঝ রাতে চালালেন অভিযান,আটক ৫টি বালি বোঝাই লরি।
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বালি পরিবহনের লরির দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে, বাসিন্দারা মাধ্যরাতে ৫টি ওভার লোডেড লরি আটক করে পুলিশের হাতে তুলেদিলেন। বুধবার রাত বারোটা নাগাদ এই ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ইন্দাসে। এখানকার সুপার মার্কেটর কাছে এলাকার মানুষ আভিযান চালিয়ে এই ৫টি লরি আটক করে। তাদের দাবী,বারে,বারে থানা,পুলিশ, ও ভূমি দপ্তর এবং স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধিদের জানিয়েও কোন কাজ হয়নি। ভারী ওভার লোডেড বালির লরির চলাচলে রাস্তা বেহাল হয়ে পড়েছে। স্কুলের পথে যাতায়াতে সমস্যায় পড়ছে পড়ুয়ারাও। তাই, বাধ্য হয়ে প্রশাসনের ওপর আস্থা হারিয়ে, বাসিন্দারা নিজেরাই পথে নেমে বালি বোঝাই লরি আটক করে পুলিশের হাতে তুলে দিলেন।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]