জঙ্গলমহল খাতড়া

সাঁওতালি ভাষায় কুসংস্কার হটাতে মহিলা কমিশনের প্রকল্পটিকে স্বাগত জানাল সাঁওতাল সমাজ। মিলল মাঝি পারগানার সাথে সমন্বয়ে প্রকল্প রূপায়নের প্রস্তাবও।

সাঁওতালি ভাষায় কুসংস্কার হটাতে মহিলা কমিশনের প্রকল্পটিকে স্বাগত জানাল সাঁওতাল সমাজ। মিলল মাঝি পারগানার সাথে সমন্বয়ে প্রকল্প রূপায়নের প্রস্তাবও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্য মহিলা কমিশনের কুসংস্কার হটাতে সাঁওতালি ভাষায় সচেতনতার প্রকল্প গ্রহণ করার খবর আমরা প্রচার করেছিলাম। সেই প্রতিবেদন সাড়া ফেলল আদিবাসী সমাজে। রাজ্য মহিলা কমিশনের এই উদ্যোগ কে স্বাগত জানাল

মাঝি পারগানা মহলের প্রতিনিধিরাও।এমনকি পারগানার সাথে কথা বলে এই প্রকল্পটিকে আরও ফলপ্রসু করার প্রস্তাবও মিলল আদিবাসী সমাজসেবী ও বুদ্ধিজীবী মহলের পক্ষ থেকেও।

প্রসঙ্গত, সোমবার জেলায় এসে, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় সাংবাদিকের জানান যে, জঙ্গল মহলের আদিবাসী সমাজে কুসংস্কার ও নারী পাচারের মতো ঘটনা এড়াতে এবার কমিশন সাঁওতালী ভাষায় সচেতনতা গড়ে তোলার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে যা শীঘ্রই চালু করা হবে।

এই খবর আমরা বাঁকুড়া২৪X৭ এ গুরুত্ব সহকারে প্রচার করি। তার পরই আজ আদিবাসী সমাজে, এই প্রকল্পকে স্বাগত জানানোর প্রতিক্রিয়া মেলে।মাঝি পারগানা মহলের অন্যতম মুলুক সম্পাদক বানেশ্বর মূর্মু বাঁকুড়া২৪X৭ কে জানান,মহিলা কমিশনের এই উদ্যোগ যথেষ্ট ভালো উদ্যোগ। আর এটা নিজেদের ভাষায় করার যে পরিকল্পনা কমিশন নিয়েছে তা সমাজের কাজে লাগবে।কারণ,এখনও সাঁওতালি সমাজে কুসংস্কারের রমরমা রয়েছে,তার প্রভাব যে সহজেই হটানো যাবে এমনটা নয়।এটা সময় সাপেক্ষ বিষয়।তাই সময় লাগবে এবং লাগাতর চেষ্টা চালাতে হবে।

এই কাজটা যদি মাঝি পারগানার সাথে কমিশন আলাপ আলোচনা করে যৌথভাবে করার প্রয়াস নেয়,তাহলে ভালো হয়।

তিনি পারগানার পক্ষ থেকে এমন প্রস্তাবই রেখেছেন।

আমাদের আশা,কমিশন এই প্রস্তাবে সাড়া দিয়ে, এই প্রকল্পের রূপায়নে সচেষ্ট হবে।

#দেখুন ভিডিও।[embed]

Next Story