ব্রেকিং নিউজ

জেলার গ্রামের সরস্বতী পুজোতেও থিমের চল! #দেখুন ভিডিও।

জেলার গ্রামের সরস্বতী পুজোতেও থিমের চল! #দেখুন ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক সময় তাঁতশিল্পের ওপর ভর করেই জেলার রাজ গ্রামের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটেছিল। রাজ গ্রামের অর্থনীতির জিয়নকাঠি ছিল এই তাঁতশিল্প। শাড়ী থেকে চাদর,গামছা আরও হরেক সম্ভার রাজ্যে বাজার করে নিয়েছিল তার বয়ন আঙ্গিকের নিজস্বতায়। এখন এখানকার হস্ত চালিত তাঁত শিল্প পাওয়ারলুমের দাপটে আর প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারছেনা। শুধু বাঁকুড়ার রাজগ্রামই নয়! বাংলা জুড়েই তাঁতশিল্প ও শিল্পীরা চরম সঙ্কটে। তাদের দূর্দশাকেই থিম করে রাজগ্রামের বাসুলী মাতা ক্লাব এবারের সরস্বতী পুজোর মন্ডল সাজিয়েছে। খড়,মাটি দিয়ে তৈরী আস্ত গ্রামবাংলার পটভুমি যেমন তুলে ধরা হয়েছে,তেমনি মাটির তৈরী মডেল দিয়ে তাঁতশিল্পের দূরাবস্থা এবং তাঁতিদের জীবনযাত্রার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

এই অভিনব মন্ডল সজ্জা দেখতে উপচে পড়ছে দর্শনার্থীদের ভীড়।

অন্যদিকে শাল তোড়া ব্লকের তিলুড়ী গ্রামেও পিছিয়ে নেই। গ্রামের ভারত সংঘ।তারাও বড়ে বাজেটের পুজো করে তাক লাগিয়ে দিয়েছে।নজরকাড়া মন্ডলের পাশাপাশি বাহারী আলোক সজ্জায় মন জয় করে নিয়েছে দর্শনার্থীদের। এবার এই পুজো ২৬ বছরে পড়েছে।

#দেখুন 🎦ভিডিও👇[embed]

Next Story