জঙ্গলমহল খাতড়া

এবার বুজরুকী ধরুন আপনিও! কী ভাবে? জানতে, এই প্রতিবেদনের ভিডিও ক্লিক করুন।

এবার বুজরুকী ধরুন আপনিও!  কী ভাবে?  জানতে, এই প্রতিবেদনের ভিডিও ক্লিক করুন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্য জুড়ে তুকতাক,ঝাড়ফুঁক,কবিরাজ,তান্ত্রিক, ফকির ও ভন্ড বাবাদের বুজরুকীর হাত থেকে বাঁচার পাঠ দিতে বিশেষ কর্মসূচী নিয়েছে ভারতীয় বিজ্ঞানও যুক্তিবাদী সমিতি।যার পোষাকী নাম সারা বাংলা বিজ্ঞান অভিযান। সারা রাজ্যের পাঁচটি রুটে ভাগ হয়ে এই অভিযান কর্মসূচী চালাচ্ছে সংস্থাটি। সঙ্গীত,পথ নাটিকা,পথ সভা,স্লাইড শোয়ের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বুজরুকী চেনা ও হাতে নাতে ধরে ফেলার কৌশল।

যাতে বিজ্ঞান মনষ্ক করে গ্রাম বাংলার মানুষকে দিয়েই এই সব লৌকিক বিষয়কে অলৌকিক বলে চালানোর অপচেষ্টা ঠেকানো যায়।

মূলত এই উদ্দেশ্যে বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় এই অভিযান চলল কয়েকদিন ধরে।

জেলার ওন্দা থানা, বা বেলিয়াতোড়ের বনগ্রাম যেখানেই গেছে যুক্তিবাদীর দল সেখানেই মানুষকে বিজ্ঞান মনষ্ক করে তুলতে সফল হয়েছেন তারা।

১৯-২৫ নভেম্বর পর্যন্ত সারা সপ্তাহব্যাপী এই অভিযানে বুজরুকীর পর্দাফাঁস করতে ছুটে বেড়াচ্ছে বিশেষ অভিযান- যান।

বাঁকুড়ার এই অভিযানে সামিল হয়েছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অলকেশ মন্ডল, সৌম্য সেনগুপ্ত, রাধানগর শাখার গোপাল সেনগুপ্ত,উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া সদর শাখা সম্পাদক মধুসূদন কর্মকার,দেবাশীষ গোস্বামী ও অনিমেষ মডল।

সুন্দর উপস্থাপনায় এরা সহজে তুলে ধরেন বিভিন্ন লৌকিক ঘটনাকে কী ভাবে অলৌকিক বলে চালিয়ে, আম জনতাকে ঠকিয়ে এক শ্রেণীর লোক টাকা রোজগার করেন।

এবার তাদের বিরুদ্ধেই জেহাদে আপনিও যেন সামিল হতে পারেন তারই সাত- সতেরে তুলে ধরা হল এই অভিযানে। এবার তাই বুজরুকীর দিন শেষ কারণ, তা নিমেষে ধরে ফেলবেন আপনিও! কি ভাবে? জানতে...

#দেখুন ভিডিও।[embed]

Next Story