Home > ব্রেকিং নিউজ > কলকাতার হাসপাতালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু বাঁকুড়ার ৭ বছরের এক বালিকার। নাম শ্রীতমা রায়। কোতুলপুরের নারায়নপুর গ্রামের বাসিন্দা সে।
কলকাতার হাসপাতালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু বাঁকুড়ার ৭ বছরের এক বালিকার। নাম শ্রীতমা রায়। কোতুলপুরের নারায়নপুর গ্রামের বাসিন্দা সে।
BY Bankura 24x719 Sept 2018 6:32 PM IST

X
Bankura 24x719 Sept 2018 6:32 PM IST
Breaking news :-
কলকাতার হাসপাতালে সোয়াইন ফ্লুতে
আক্রান্ত হয়ে মৃত্যু বাঁকুড়ার ৭ বছরের এক বালিকার।
নাম শ্রীতমা রায়। সে কোতুলপুরের নারায়নপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। গত ৪ঠা সেপ্টেম্বর থেকে জ্বর,সর্দি,ফুসফুসের সংক্রমণে ভুগছিল সে। অবস্থার অবনতি হলে তাকে পার্ক সাকাসের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। আগামী ২৩ সেপ্টেম্বর তার জন্মদিন। তার আগেই, তাকে চিরতরে হারিয়ে, পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
চিকিৎসকদের দাবী, অনেক দেরীতে তার রোগ ধরা পড়ায় অবস্থার দ্রুত অবনতি হয়। যার জন্য শেষ অবধি তাকে আর বাঁচানো গেল না।
Next Story