ব্রেকিং নিউজ

রাজ্য সরকারের ইন্টার্ন টিচার নিয়োগ নীতি বাতিলের দাবীতে এসএফআইয়ের বিদ্যাভবন অভিযান।

রাজ্য সরকারের ইন্টার্ন টিচার নিয়োগ নীতি বাতিলের দাবীতে এসএফআইয়ের বিদ্যাভবন অভিযান।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্য সরকারের ইন্টার্ন টিচার নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা সহ স্কুলে,কলেজে ফিস কমানো,জেলার বন্ধ হয়ে থাকা হোস্টেল গুলো পুনরায় চালু করা সহ কয়েক দফা দাবীতে, আজ বিদ্যাভবন অভিযানে নামল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)।

ইন্টার্ন টিচার কে কটাক্ষ করে সিভিক টিচারের আখ্যা দিয়ে, এই সিভিক টিচার নিয়োগ বন্ধের দাবীতে সরব হল এসএফআই।

আজ দুপুরে,শহরের সারদামনি মহিলা কলেজর সামনে থেকে কলেজরোড-মাচানতলা হয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্য্যালয় বিদ্যাভবনের গেটে এসে, এসএফআইয়ের সমর্থকরা ইন্টার্ন নিয়োগের নীতি কে ধিক্কার জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন।বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর সংগঠনের তরফে বিদ্যাভবনে স্মারকলিপি দেওয়া হয় বলে জানাও গেছে।

এসএফআইয়ের জেলা সম্পাদক জয় গোপাল কর জানান,সারা রাজ্য জুড়ে,আমরা ইন্টার্ন তথা সিভিক টিচার নিয়োগ বাতিল করার দাবীতে আন্দোলন চালাচ্ছি। বাঁকুড়াতেও রাজ্য সরকারের এই সিদ্ধন্তের বিরুদ্ধে আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে।

#দেখুন 🎦ভিডিও👇[embed]

Next Story