জঙ্গলমহল খাতড়া

বিডিও অফিসে শবরদের ধর্ণা বিক্ষোভ, চাঞ্চল্য রাইপুর জুড়ে।

বিডিও অফিসে শবরদের ধর্ণা বিক্ষোভ, চাঞ্চল্য রাইপুর জুড়ে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দল বেঁধে শবরদের ধর্ণা বিক্ষোভ কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রাইপুরে। এদিন রাইপুর বিডিও অফিসে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন ঢেকো আঞ্চলের সারসবেদিয়া গ্রামের শবর পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিজেপির অঞ্চল স্তরের এক নেতা ক্ষেত্র মোহন হাঁসদা শবরদের যাতায়াতের পথ কেটে দিয়েছেন, কার্যত গ্রামে শবরদের বয়কট করার পথে হাঁটছেন।শবরদের ওপর নানা সামাজিক নির্যাতন করারও অভিযোগ উঠছে ওই নেতার বিরুদ্ধে। এই পরিস্থিতে শবরদের অসহায় অবস্থায় প্রশাসনের হস্থক্ষেপের দাবী তুলে এবং শবরদের সামাজিক সম্মানের সাথে গ্রামে বসবাসের অধিকার রক্ষার জন্য আজকে তারা ধর্ণা বিক্ষোভে সামিল হন। পরে বিডিও তাদের দাবী বিবেচনা করার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/despite-expiration-the-depositors-do-not-receive-money-protestors-at-the-shaltora-sub-post-office-in-protest/img-20190731-wa0007/" rel="attachment wp-att-5949">

Next Story