নজরে ভোট

শালতোড়ায় ভোট গননার পর রাজনৈতিক সংঘর্ষ,গুলি, বোমাবাজির অভিযোগ ঘিরে উত্তাল এলাকা।

শালতোড়ায় ভোট গননার পর রাজনৈতিক সংঘর্ষ,গুলি, বোমাবাজির অভিযোগ ঘিরে উত্তাল এলাকা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভোটের ফল প্রকাশের পরই রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তাল হল জেলার শালতোড়া। এমনকি তৃণমূল এক স্থানীয় নেতার ভাগ্নের নেতৃত্বে গুলি চালানো ও বোমাবাজির অভিযোগ তুলেছে বিজাপি। তাদের দাবী,স্থানীয় বিজেপি নেতা বিদ্যুৎ দাসের কানের লতিতে গুলি লাগে,তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় যুক্ত দোষীদের শাস্তির দাবীতে থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মী,সমর্থকরা। তাতে যোগদেন গ্রামবাসীরাও। পরিস্থিতি সামাল দিতে এলাকায় চলে কেন্দ্রীয় বাহিনীর টহল। বিজেপি সাংসদ সুভাষ সরকার এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা কালীপদ রায়ের ভাগ্নের বিরুদ্ধে গুলি ও বোমাবাজির অভিযোগ তুল সরব হন।যদিও তৃণমূল নেতা কালীপদ রায় এই অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি,কালী বাবুর বাড়ীতে বিজেপির লোকজন চড়াও হয়ে ব্যাপক ভাঙ্গচুর করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/mp-toper-8th-koushik-santra-reaction-on-media/may-19-ac/" rel="attachment wp-att-4879">

Next Story