ব্রেকিং নিউজ

আমেরিকার রাইস ইউনিভার্সিটিতে মাইক্রোস্কোপ গবেষনায় সাফল্য বাঁকুড়ার চয়নের,পরিবারে খুশীর জোয়ার।

আমেরিকার রাইস ইউনিভার্সিটিতে মাইক্রোস্কোপ গবেষনায় সাফল্য বাঁকুড়ার চয়নের,পরিবারে খুশীর জোয়ার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার ভূমিপূত্রের আমেরিকার রাইস ইউনিভার্সিটিতে গবেষণায় বড়ো সাফল্যের সাথে নাম যুক্ত হওয়ায়, বিশ্বজুড়ে উজ্জ্বল হল বাঁকুড়ার নামও।বাঁকুড়া শহরের সিনেমা রোডের বাসিন্দা চয়ন দত্ত তার পোস্ট ডক্টরাল গবেষনায় একটি নুতন মাইক্রোস্কোপ তৈরী করলেন।এই মাইক্রোস্কোপে কাস্টম ফেজ মাস্ক গুলির জন্য বিশেষ অ্যালগরিদমের সাহায়তা নিয়ে প্রথাগত মাইক্রোস্কোপের চেয়ে পার্থক্য সীমার নীচে প্রায় ২০ গুণ দ্রুততার সাথে আনবিক প্রসেস গুলোর বিশ্লেষণ করা যাবে। এবং এই টু ডাইমেনশনের মাইক্রোস্কোপ ফোর ডাইমেনশনের তথ্য ক্যাপচার দিতে পারবে।ফলে সেল বায়োলজি ও মেডিকেল ইমেজ বিশ্লেষণের ক্ষেত্রে নুতন দিগন্ত খুলে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

বিশেষ করে, জীবন্ত ক্যান্সারের কোষ সংক্রান্ত বিশ্লেষণেও এই নয়া মাইক্রোস্কোপ যথেষ্ট কার্যকরীও হবে।যা,চিকিৎসা বিজ্ঞানে নুতন আলোড়ন ফেলে দিয়েছে।ছেলের এই সাফল্যে খুশী বাবা নিতাই দত্ত ও মা মঞ্জু দেবীও।বাঁকুড়া জিলা স্কুলের ছাত্র চয়ন ২০০৪ সালে রাজ্য নবম স্থান অর্জন করে মাধ্যমিক পাশ করে।তার পর প্রেসিডেন্সি কলেজে ও কানপুর আইআইটিতে পড়াশোনার পর আমেরিকায় পাড়ি দেন।চয়ন বাবুর স্ত্রী অরিজিতা সুবুদ্ধি এখন কলকাতায় ডক্টরেট করছেন।তিনিও বাঁকুড়া শহরের বাসিন্দা। চয়ন দত্তের এই সাফল্যে গর্বিত দেশ ও বাংলার পাশাপাশি সারা বাঁকুড়াও।

#দেখুন 🎦 ভিডিও👇[embed]

Next Story