জঙ্গলমহল খাতড়া

আবেদনে সাড়া,সেফালী দেবীর বিধবা ভাতার ফর্ম ফিলাপে এগিয়ে এল পুলিশ, লড়াইয়ে শরিক তৃণমূলের ছাত্র ও শ্রমিক সংগঠনও।

আবেদনে সাড়া,সেফালী দেবীর বিধবা ভাতার ফর্ম ফিলাপে এগিয়ে এল পুলিশ, লড়াইয়ে শরিক তৃণমূলের ছাত্র ও শ্রমিক সংগঠনও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আমরা জঙ্গলমহলের সারেঙ্গার গোপালডাঙ্গার সত্তোর্ধ বিধবা,অসহায় সেফালী মাহাতোর লকডাউনের কঠিন পরিস্থিতিতে জীবন সংগ্রামের কাহিনি তুলে ধরে ছিলাম। পাশাপাশি তার এই লড়াইয়ের শরিক হতে আবেদন রেখেছিলাম সবার কাছে। এই খবর প্রচারের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ব্যাপক সাড়া মিলল। সারেঙ্গা পুলিশ সেফালী দেবীর বাড়ীতে ভিলেজ পুলিশকে পাঠিয়ে বিধবা ভাতার আবেদন পত্র পূরণ করার ব্যবস্থা করে আজই। আমরা, সারেঙ্গা পুলিশের এই মানবিকতাকে কুর্নিশ জানাচ্ছি। পাশাপাশি,আমাদের প্রচারিত খবর দেখে বাঁকুড়া তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তীর্থঙ্কর কুন্ডু এই বৃদ্ধাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। সারেঙ্গার ব্লক সভাপতি তোতোন খিলারী তার নির্দেশে আরও ছাত্র ভাইদের সাথে নিয়ে সেফালী দেবীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়।

অন্যদিকে,সারেঙ্গা ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠন ইনটাকের সভাপতি বাণীব্রত মিশ্র শ্রমিক ভাইদের সাথে নিয়ে সেফালী দেবীর ঘরের ফুটিফাটা চালা ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করেন।

আমরা সেফালী দেবীর সহায়তার কাজে ব্যাপক সাড়া মেলায় আপ্লুত। দোহাই কেও এই সহয়তার মধ্যে রাজনীতির রঙ খুজবেন না। আমরা, এমন কাজে এগিয়ে আসার ক্ষেত্রে কোন রাজনৈতিক রঙের বাছ,বিচার রাখিনি। এখনও যদি অন্য কোন রাজনৈতিক দলও একইভাবে এগিয়ে আসেন তাহলে তাদের খবরও সমান গুরুত্ব দিয়ে প্রচার করব। কথা দিলাম। করোনা আবহে এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে সব রাজনীতির রঙ মিলেমিশে সাদা হয়ে শান্তির প্রতীক হয়ে যাক এই কামনা করে বাঁকুড়া২৪X৭। আসুন সবাই মিলে এভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে শিব জ্ঞানে জীব সেবার ব্রত পালন করি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story