ব্রেকিং নিউজ

বৃষ্টি থেকে বাঁচতে ট্রাক্টরের তলায় আশ্রয়, আচমকা বাজ পড়ে মৃত্যু ট্রাক্টর চালকের।

বৃষ্টি থেকে বাঁচতে ট্রাক্টরের তলায় আশ্রয়, আচমকা বাজ পড়ে মৃত্যু ট্রাক্টর চালকের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম ঝুনু বাউরী। তিনি জেলার বেলিয়াতোড় থানা এলাকার বৃন্দাবনপুর অঞ্চলের রাওতোড়া গ্রামের বাসিন্দা। পেশায় ট্র‍্যাক্টর চালক ঝুনু বাবুর ট্রাক্টরটি আচমকা বিকল হয়ে গেলে,তিনি রাস্তায় দাঁড়িয়ে পড়েন। সেই সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে ট্রাক্টরের তলায় গিয়ে আশ্রয় নেন তিনি। আচমকা ট্রাক্টরের ওপর বাজ পড়লে, তিনি সাথে,সাথে লুটিয়ে পড়েন। গ্রামবাসী ও বেলিয়াতোড় থানার পুলিশ মিলে তাকে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গ্রামজুড়ে। রাতেই গ্ মৃত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গ্রামে ছুটে যান বড়জোড়া পঞ্চায়েত সমিতির সদস্য কালিদাস মুখোপাধ্যায়। তিনি এই বিপদের সময় পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story