Home > জঙ্গলমহল খাতড়া > বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে বাঁকুড়া-খাতড়া পথ আবরোধ করে বিক্ষোভ।
বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে বাঁকুড়া-খাতড়া পথ আবরোধ করে বিক্ষোভ।
BY Bankura 24x719 Nov 2019 11:49 AM GMT
X
Bankura 24x719 Nov 2019 11:49 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক নির্মাণ শ্রমিকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে বাঁকুড়া –খাতড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ফলে বেশ কিচ্ছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। জানা গেছে এদিন বাঁকুড়া — খাতড়া সড়কের পাশে একটি বাড়ীর ছাদে উঠে রাজমিস্ত্রীর সাথে কাজ করার সময় অসাবধানতা বসত বাড়ীর ছাদের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে হাত লাগলে বিদ্যুৎপৃষ্ট হন উত্তম বাউরী(১৮) নামে ওই নির্মাণ শ্রমিক। সাথে,সাথে তাকে উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রমিকের বাড়ী হীড়বাঁধ ব্লকের বহড়ামুড়ি গ্রামে বলে জানা গেছে। এদিকে, এই নির্মান শ্রমিকের মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
Next Story