নজরে ভোট

লোকসভার হারানো ভোট ফেরাতে পাড়ায়,পাড়ায় কমিটি গড়ে বৈঠক,এবং প্রার্থী বাছাইয়ে প্রতি ওয়ার্ডে তিন জনের নামের প্যানেল তৈরির নির্দেশ শুভেন্দুর।

লোকসভার হারানো ভোট ফেরাতে পাড়ায়,পাড়ায় কমিটি গড়ে বৈঠক,এবং প্রার্থী বাছাইয়ে প্রতি ওয়ার্ডে তিন জনের নামের প্যানেল তৈরির নির্দেশ শুভেন্দুর।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গত লোকসভার হারানো ভোটারদের ফের তৃণমূলের পক্ষে ফিরিয়ে আনতে এবার একেবারে পাড়া স্তর থেকে জন সংযোগের দাওয়াই দিলেন তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলার রাজনৈতিক পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। আজ শহরের রবীন্দ্রভবনে বাঁকুড়া পুরসভার বুথ কর্মী সম্মেলনে তিনি প্রতিটি ওয়ার্ডে পাড়ায়,পাড়ায় "পাড়া কমিটি"- গড়ার যেমন নির্দেশ দিয়েছেন, তেমনি, ওই পাড়া কমিটির নেতৃত্বে প্রতিটি পাড়ায় "পাড়া বৈঠক "-করারও রুপরেখা এদিন স্থির করেদেন তিনি।

এছাড়া, শহরের ১৩৯ টি বুথের বুথকমিটি গুলিকে ফের সক্রিয় করা, ওয়ার্ডে,ওয়ার্ডে নির্বাচন কমিটি তৈরি করা এবং প্রতি ওয়ার্ড থেকে তিনটি করে প্রার্থী হওয়ার যোগ্য এমন নামের প্যানেল জেলা স্তরের জমা দেওয়ারও নির্দেশ দেন আজকের কর্মী সম্মেলনে। সেই নাম জেলার পুর ভোটের দায়িত্বে থাকা কোর কমিটি স্ক্রুটিনি করে তা, রাজ্যে পাঠাবে। তবে, ওই প্রস্তাবিত তিনটি নামের বাদ দেওয়ার অধিকার থাকছে না কোর কমিটির। কেবল কোর কমিটি প্রয়োজন মনে করলে, অতিরিক্ত এক বা একাধিক নাম যুক্ত করতে পারবে। এর পর রাজ্যে তা থেকে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে দল।

এদিন,শুভেন্দু বাবু সাংবাদিকদের জানান, সেহেতু লোকসভায় দল বাঁকুড়া শহরে পিছিয়ে ছিল, তাই নেতা থেকে কর্মী সকলকে বিনয়ী হয়ে মানুষের কাছে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। মানুষের কথা বেশী করে শোনার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, গত পাঁচ বছরে বাঁকুড়া পুরসভা কি,কি উন্নয়নের কাজ করেছে তা, ব্রোসিয়রের মাধ্যমে বাড়ী,বাড়ী পৌঁছে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। মূলত ছোট,ছোট পাড়া বৈঠক, বুথ ভিত্তিক বৈঠক,এবং ডোর টু ডোর প্রচারেই জোর দিচ্ছে তৃণমূল। শুভেন্দু বাবুর আশা এই ভাবে জন সংযোগ গড়ে ভোটের প্রচার সারলে দল লোকসভার হারানো ভোট ফের ফিরিয়ে আনতে পারবে নিজেদের ঝুলিতে। এখন দেখার তার এই দাওয়াই, শেষ পর্যন্ত ভোট ব্যাঙ্ক বাড়াতে কতখানি কাজে আসে? সে দিকেই নজর থাকবে জেলার রাজনৈতিক মহলের।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/11th-february-suvendu-adhikari-has-fixed-the-target-of-gathering-of-50000-booth-workers-at-the-chief-minister-mamata-banerjees-meeting-at-bankura/img-20200203-wa0043/" rel="attachment wp-att-7962">

Next Story