নিখোঁজ থাকার ৩ দিন পর দেশুড়িয়ার লায়েক বাঁধে ভেসে উঠল শুকুলের মৃতদেহ।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (তাপস সিনহা,গঙ্গাজলঘাটি) :-
অবশেষে গ্রামবাসীদের আশঙ্কাই সত্যি হল। নিখোঁজ থাকার তিন দিনের মাথায় পুকুরে ভেসে উঠল শুকুল লাইয়ের মৃতদেহ। আজ সকালে দেশুড়িয়ার লায়েক বাঁধে মুখ ধুতে এসে স্থানীয় গ্রামবাসীর নজরে পড়ে মৃতদেহ ভেসে ওঠার ঘটনা। সাথে,সাথে খবর দেওয়া হয় গঙ্গাজলঘাটি থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। এদিকে,শুকুলের মৃত্যুর ফলে পরিবারে রোজগারে আর কেও না থাকায় অসহায় হয়ে পড়েছে তার পরিবার। দাবী তুলেছেন সরকারী সহযোগিতার। পাশাপাশি, এটি নিছক দূর্ঘটনা না,খুন তা খতিয়ে দেখছে পুলিশও। প্রসঙ্গত,গত বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন শুকুল লাই। কিন্তু রাত গড়ালেও তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে গ্রামের লায়েকবাঁধ নামে বিশাল এক পুকুরের পাড়ে তার সাইকেল,চটি ও মোবাইলটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এবং তা দেখে স্থানীয়দের সন্দেহ হয় পুকুরের জলে ডুবে গিয়েছেন ওই ব্যক্তি।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বাঁকুড়া জেলা সিভিল ডিফেন্সের ৯ জনের একটি দল গিয়ে নিখোঁজের সন্ধানে শুরু করে তল্লাশি। পুকুরে বোট নামিয়ে এমনকি সিভিল ডিফেন্স কর্মীরা নিজেরা জলে নেমেও খোঁজ চালান।কিন্তু ওই ব্যক্তির কোনও রকম সন্ধান পাওয়া যায়নি। অবশেষে, আজ শনিবার সকালে লায়েকবাঁধের জলে ভেসে ওঠে শুকুল লাইয়ের মৃতদেহ।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]