নজরে ভোট

প্রার্থী পদ ঘোষণার সাথে সাথেই নিজে হাতে দেওয়াল লিখে প্রচার শুরু শ্যামলের।

প্রার্থী পদ ঘোষণার সাথে সাথেই নিজে হাতে দেওয়াল লিখে প্রচার শুরু শ্যামলের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রার্থী পদ ঘোষণা হওয়ার সাথে, সাথে দেওয়াল লিখন শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রর প্রার্থী শ্যামল সাঁতার। প্রার্থী নিজে হাতে রং, তুলি নিয়ে দেওয়াল লিখন শুরু করেন। পাশাপাশি, কর্মী, সমর্থকদের নিয়ে এক প্রস্ত প্রচারও সারেন তিনি। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪২-৪২ এর টার্গেট সফল করতে আজ থেকেই ভোটের ময়দানে লড়াই শুরু করেদিলেন।

#দেখুন🎦ভিডিও 👇[embed] href="https://www.bankura24x7.com/tmc-candidate-flash-bankura-and-bishnupur/fb_img_1552238354853/" rel="attachment wp-att-3917">

Next Story