Home > নজরে ভোট > ফণির জেরে সৃষ্টি বিরূপ আবহাওয়া উপেক্ষা করে ভোটের প্রচার সারলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা!
ফণির জেরে সৃষ্টি বিরূপ আবহাওয়া উপেক্ষা করে ভোটের প্রচার সারলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা!
BY Bankura 24x73 May 2019 8:04 PM IST

X
Bankura 24x73 May 2019 8:04 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফণির জেরে জেলায় চলা বৃষ্টি ও দমকা হাওয়া কে উপেক্ষা করে ভোটের প্রচার সারলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা। আজ তিনি ছাতা মাথায় রোড শো করেন ইন্দাসের শাসপুর বাজারে। পাশাপাশি,মঙ্গলপুর, দিঘল গ্রাম,আকুই ১ ও আকুই ২নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকাতেও বৃষ্টি মাথায় নিয়ে প্রচার সারেন। এই বিরূপ আবহাওয়ার মধ্যেও কর্মী,সমর্থকরা ভোট প্রচারে আংশ নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শ্যামল বাবু।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story