জঙ্গলমহল খাতড়া

সিমলাপালে রাস্তায় ধান রোপন করে অবরোধ সিপিএমের।

সিমলাপালে রাস্তায় ধান রোপন করে অবরোধ সিপিএমের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বৃষ্টি হলেই রাস্তার বেহাল দশায় জেরবার হতে হয় গ্রামবাসীদের।রাস্তা বৃষ্টির জলে রাতারাতি কার্যত ধান জমির চেহারা নেয়!তখন পথ চলায় দায় হয়ে পড়ে।

বিক্রমপুর থেকে জামবনি পর্যন্ত এই খানা -খন্দে ভরা রাস্তা দিয়েই রোজ কয়েক হাজার মানুষের যাতায়াত। অথচ,এই রাস্তা সারানোর কোন উদ্যোগ নেয়নি প্রশাসন।

কোথাও জল জমে আছে তো কোথাও আবার কাদায় পথ চলায় দায়! ধান জমি, না রাস্তা? এখন বৃষ্টির মরসুমে তার ফারাক করাটাই মুশকিল হয়ে পড়ে। তার থেকেও বড়ে মুশকিল এই পথ ধরে যাতায়াত করা!ফলে দিন,দিন ক্ষোভ বাড়ছিল এলাকায়।

অবশেষে,আজ এলাকার বেশ কিছু মানুষ সিপিআইএম এর নেতৃত্বে এই রাস্তা সারাইয়ের দাবীতে অভিনব কায়দায় বিক্ষোভে সামিল হলেন।

রাস্তার জমা জলে ধান চারা রোপন করে,পথ অবরোধও করলেন তারা।

পথ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলও ব্যাহত হয়। পরে, এবারের মতো বিক্ষোভ ও অবরোধ উঠলেও দাবী পূরণ না হলে,ফের আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকী দিয়েছেন আন্দোলনকারীরা।

Next Story