জঙ্গলমহল খাতড়া

শিবু খুনের কিনারা,মায়ের সাথে পরকীয়া,ছেলের হাতে খুন শিবু,দেহ লোপাটে যোগ মা ও আত্মীয়ের,ধৃত তিন,ধৃতদের ৪ দিনের পুলিশ হেপাজত।

শিবু খুনের কিনারা,মায়ের সাথে পরকীয়া,ছেলের হাতে খুন শিবু,দেহ লোপাটে যোগ মা ও আত্মীয়ের,ধৃত তিন,ধৃতদের ৪ দিনের পুলিশ হেপাজত।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মায়ের সাথে প্রতিবেশী শিবু মূর্মুর পরকীয়ায় অতিষ্ঠ হয়েই ছেলে ভাঙ্গা মদের বোতলের এলোপাতাড়ি কোপে মেরে ফেলে শিবুকে। আর খুনের অভিযোগের হাত থেকে মা মালতী তার ছেলেকে বাঁচাতে আর এক আত্মীয় কে সাথে নিয়ে শিবুর মৃত দেহ বাড়ী থেকে গ্রামের ফাঁকা মাঠে টেনে নিয়ে গিয়ে ফেলে দেয়। সিমলাপালের শিবু মূর্মু খুনের ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে পুলিশ। জেরায় এই খুনের ঘটনায় যুক্ত থাকার কথা তারা স্বীকার করায় তিন জনকেই গ্রেপ্তার করেছে সিমলাপাল থানার পুলিশ। আজ, ধৃতদের খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন জনকে চার দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। ধৃত তিন জন হলেন মালতী মূর্মু, তার ছেলে সঞ্জয় এবং তাদের এক আত্মীয় উত্তম মূর্মু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,প্রতিবেশী বছর চল্লিশের শিবুর মূর্মুর সাথে বেশ কিছু দিন ধরেই পরকীয়ায় জড়িয়ে পড়েন মালতী।এমন কি মালতীর ঘরে এসে, মদ খেয়ে, তারা দুজনে অবৈধ শারীরিক সম্পর্কেও লিপ্ত হত তাও উঠে এসেছে তদন্তে। গত মঙ্গলবার একই ঘটনা ঘটে। মালতীর ছেলে সঞ্জয় দুজনকেই আপত্তিকর অবস্থায় দেখে ফেলে।এবং মাথা ঠিক রাখতে না পেরে মদের বোতল ভেঙ্গে শিবুকে এলোপাতাড়ি কোপ মারে। বেশী মাত্রায় রক্ত ক্ষরণের ফলে বাড়ীতেই মারা যায় শিবু। এরপর মা ও ছেলে এক আত্মীয় কে সাথে নিয়ে ঘটনা ধামাচাপা দিতে শিবুর মৃতদেহ বাড়ী থেকে টেনে নিয়ে গিয়ে গ্রামের একটি ফাঁকা মাঠে ফেলে দেয়। পরদিন সকালে বীরসিংহপুরের গ্রামবাসীরা শিবুর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর দেয় শিবুর পরিবারের লোকেদেরও। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।খাতড়ার এসডিপিও বিবেক বর্মা নিজে গ্রামে গিয়ে খুনের ঘটনার তদন্ত শুরু করেন। সন্দেহ হওয়ায় মালতী ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করলে, তারা খুনের ঘটনা স্বীকার করে। আর এক আত্মীয় উত্তমের নামও পায় পুলিশ। এর পর তিন জনকে গ্রেপ্তের করে পুলিশ। আজ তাদের খাতড়া মহকুমা আদালতে তোলা হয়।

বিচারক চার দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়ায় ধৃতদের এই চারদিন পুলিশ ফের ম্যারাথন জেরা চালাবে বলে জানা গেছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/simlapal-shibu-murmu-murder-case-update/img-20200108-wa0027_1024x1280_768x960-2/" rel="attachment wp-att-8372">

Next Story