ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার গায়ক সৌম্যের ১লা জুন পর্যন্ত পুলিশ হেপাজত।
#বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার হলেন সারেগামাপা ও ইন্ডিয়ান আইডল খ্যাত সঙ্গীত শিল্পী সৌম্য চক্রবর্তী। রবীন্দ্র ভারতীর এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে কাশীপুর থানার পুলিশ তাকে শিয়ালদহ কোর্টে তুললে বিচারক তাকে ১জুন পর্যন্ত তাকে পুলিশ হেপাজতের নির্দেশ দেন।
ওই তরুণীকে সৌম্য দক্ষিণেশ্বরের বাড়ীতে এনে ক্লোড ড্রিঙ্কসের সাথে মাদক মিশিয়ে ধর্ষণ করে, এবং সেই ছবি তুলে ব্ল্যাক মেল করে জোর করে বার,বার যৌন্য সম্পর্ক করার ও অভিযোগ তুলেছে নির্যাতিতা তরুণী।যদিও ঘটনা ২০১৫ সালের। এত দিন পর কেন অভিযোগ তুললেন ওই তরুণী তা নিয়েও প্রশ্ন উঠছে। বিবাহিত এবং এক কন্যাও রয়েছে সৌম্যর। বাঁকুড়ার ছেলে সৌম্যে এমন কান্ড ঘটাবে তা তার আনুগামীরা ভেবে উঠতেই পারছেন না। অন্যদিকে সৌমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের খবর পেয়েই সৌম্যের মা এবং মামা বাড়ী থেকে পলাতক বলে জানা গেছে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]