ব্রেকিং নিউজ

সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ। ঘটনার তদন্তের আশ্বাস ভারপ্রাপ্ত সুপারের।

সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ। ঘটনার তদন্তের আশ্বাস ভারপ্রাপ্ত সুপারের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন :এক সাপে কাটা রোগীর বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে বিক্ষোভের জেরে উত্তাল হল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বর।

অভিযোগ রোগীর আপদকালীন অক্সিজেন পর্যন্ত মেলেনি। ঘন্টার পর ঘন্টা পার হলেও রক্ত পরীক্ষা পর্যন্ত হয়নি। দেওয়া হয়নি এন্টি ভেনাম ইঞ্জেকশনও ফলে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঢলে পড়েন বছর সাডাশের তরতাজা যুবক ঈদের আলি মোল্লা।

ওন্দা থানা এলাকার পুনিশোল গ্রামের বাসিন্দা ঈদের ধান জমিতে কীটনাশক স্প্রে করার সময় সাপের ছোবল খান। তড়িঘড়ি তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে ভর্তি করা হলেও মঙ্গলবার ভোর পর্যন্ত কোনো চিকিৎসা শুরুই হয়নি তার বলে অভিযোগ।

শেষে মঙ্গল বার ভোরে ঈদের আলি মোল্লার মৃত্যু হয়। এরপরই হাসপাতালের ইমার্জেন্সী গেটের সামনে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ চলে। অভিযোগ জানানো হয় ভার প্রাপ্ত সুপারের কাছে।

ভারপ্রাপ্ত সুপার ডাঃ গৌতম নারায়ণ সরকার অভিযোগের সত্যতা স্বীকার করে পুরে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন।

সাপে কাটার মতো রোগীকে কী করে বিনা চিকিৎসায় ফেলে রাখা হল?কেনই বা মিলল না অক্সিজেন সিলিন্ডার? তানিয়ে প্রশ্ন থেকেই গেল। প্রশ্ন উঠছে সাপে কাটার ইঞ্জেকশন না দিয়ে,রক্ত পরীক্ষা না করে তা হলে অন ডিউটিতে থাকা চিকিৎসকরা তাহলে কী চিকিৎসা করলেন এই রোগীর? উত্তর দেওয়ার দায় কিন্তু হাসপাতাল কতৃপক্ষের। আমরা জানি এর উত্তর মিলবে না। তদন্তের আশ্বাস মিলবে ওই পর্যন্তই! তার ফল জানা যাবে না। আর এমন চিকিৎসায় গাফিলতিতে প্রাণ যাবে মানুষের!

#দেখুন ভিডিও।[embed]

Next Story