গ্রামে সামাজিক বয়কট থেকে বাঁচতে কাঁদতে,কাঁদতে প্রাক্তন পুলিশ আধিকারিকের পা ধরে থানায় কাতর আর্জি মহিলার। #দেখুন সেই 🎦 ভিডিও।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( অভিজিৎ ঘটক,বাঁকুড়া) : সামাজিক বয়কট থেকে বাঁচতে থানায় এসে এক প্রাক্তন পুলিশ আধিকারিকের পা ধরে ,কেঁদে কাতর আবেদন জানালেন বয়কটের শিকার হওয়া মহিলা। বাঁকুড়া সদর থানায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ কর্মীদের মধ্যেও! সদর থানার লাপুড়িয়া গ্রামে একটি বাড়ীর খড়ের চালা সম্প্রসারণ কে কেন্দ্র করে গ্রামের বাউরী পাড়া ও গোয়ালা পাড়ার মধ্যে বিবাদ বাঁধে। অভিযোগ, গোয়ালারা গ্রামে সংখ্যাগুরু হওয়ায় বাউরী পাড়াকে সামাজিক বয়কটের ডাক দেয়।
তার ফলে বাউরী পাড়ার বাসিন্দাদের পুকুর,নলকূপ ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। বন্ধ করে দেওয়া হয়েছে পাড়ার দোকানে জিনিস পত্র বেচা,কেনাও। বয়কট করা হয়েছে ধোপা,নাপিতও। এই অবস্থায় বাউরী পাড়ার বাসিন্দারা বাধ্য হয়ে সামাজিক বয়কট হটানোর আর্জি নিয়ে সদর থানায় হাজির হন। বিষয়টি লিখিত অভিযোগ আকারেও জানানো হয়। সেই সময় মহিলারা পুলিশের এক প্রাক্তন আধিকারিকের পায়ে পড়ে, কেঁদে বয়কট তুলতে পুলিশের হস্তক্ষেপের অনুরোধ জানান।
যদিও পুলিশ ঘটনার খবর পেয়ে গিয়ে বাউরী পাড়ার বাদিন্দাদের একদিন পাহারা দিয়ে পানীয় জল সংগ্রহের ব্যবস্থা করলেও অভিযুক্ত গোয়ালা পাড়ার লোকেদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় বাউরী পাড়ার বাসিন্দারা ক্ষুব্ধ।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]




