শহর বাঁকুড়া

আজ জেলায় এস, পি হিসেবে কাজের শেষদিনেও, পুলিশের বস্ত্রদান সামাজিক কর্মসুচীতে অংশ নিলেন সুখেন্দু হীরা।

আজ জেলায় এস, পি হিসেবে কাজের শেষদিনেও, পুলিশের বস্ত্রদান  সামাজিক কর্মসুচীতে অংশ নিলেন সুখেন্দু হীরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ বাঁকুড়ার পুলিশ সুপার হিসেবে কর্মজীবনের শেষ দিনে, এস,পি সুখেন্দুব হীরা আরও একবার বুঝিয়ে দিলেন যে পুলিশ,সমাজের সঙ্গে আছে,অঙ্গে আছে।

জেলার পুলিশ লাইনে, জেলা পুলিশে নাম মাত্র পারিশ্রমিকে কর্মরত 'কর্ম বন্ধুদে'র পাশাপাশি, শহরের গরীব বস্তিবাসী, ও ফুটপাত বাসীদের হাতে পুজোর আগে, বস্ত্র বিতরণ করল জেলা পুলিশ। এছাড়াও জেলা পুলিশের একটি প্রাক পুজো স্মরণিকারও উদ্বোধন করা হল এদিন। এই অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরাও।

এছাড়াও এদিনের অনুষ্ঠান শেষে, উপস্থিত বিশিষ্ট জন,অতিথিবর্গ এবং সাংবাদিকদের হাতে স্মারক তুলে দেন জেলার বিদায়ী পুলিশ সুপার সুখেন্দু হীরা।[video width="592" height="320" mp4="http://bankura24x7.com/wp-content/uploads/2018/09/YouCut_20180917_143728884.mp4"][/video]

Next Story