Home > ব্রেকিং নিউজ > সোনামুখীতে স্ত্রীর পরকীয়া নিয়ে বিবাদের জেরে স্বামী খুনের ঘটনায় গ্রেপ্তার স্ত্রী, প্রেমিকের খোঁজে চলছে পুলিশের তল্লাশি।
সোনামুখীতে স্ত্রীর পরকীয়া নিয়ে বিবাদের জেরে স্বামী খুনের ঘটনায় গ্রেপ্তার স্ত্রী, প্রেমিকের খোঁজে চলছে পুলিশের তল্লাশি।
BY Bankura 24x71 Dec 2018 6:15 PM IST

X
Bankura 24x71 Dec 2018 6:15 PM IST
#বাঁকুড়া২৪X৭: NEWS FLASH : সোনামুখীতে শুভেন্দু ঘোষ নামে এক যুবক খুনের ঘটনায় নুতন মোড়।স্ত্রীর পরকীয়া সংক্রান্ত বিবাদের জেরে স্বামীর খুনের ঘটনায় গ্রেপ্তার স্ত্রী মন্দিরা ঘোষ। মন্দিরার সাথে বাবু ঘোষ নামে যে যুবকের অবৈধ সম্পর্ক ছিল সে এখনও পলাতক। তাকে গ্রেপ্তারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Next Story