Home > সোনামুখী-পাত্রসায়র-ইন্দাস > কোভিড আক্রান্ত ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটের অবস্থা সঙ্কটজনক। হাওড়ার একটি কোভিড হাসপাতালে চিকিৎসা চলছে তার।
কোভিড আক্রান্ত ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটের অবস্থা সঙ্কটজনক। হাওড়ার একটি কোভিড হাসপাতালে চিকিৎসা চলছে তার।
BY Manasi Das28 Sept 2020 6:36 PM IST

X
Manasi Das28 Sept 2020 6:36 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কোভিড আক্রান্ত ইন্দাস বিধানসভার বিধায়ক তথা তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পর্যবেক্ষক গুরুপদ মেটের অবস্থা সঙ্কটজনক। তার হাওড়ার একটি কোভিড হাসপাতালে তার চিকিৎসা চলছে। শ্বাস প্রশ্বাস জনিত সমস্য জটিল হওয়ায় তাকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চালানো হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
Next Story