Home > সোনামুখী-পাত্রসায়র-ইন্দাস > আলুচাষে ক্ষতির ফলে ঋণগ্রস্ত,কোভিড আবহে ঋণ শোধের চাপ,সোনামুখীতে আত্মঘাতী আলুচাষী।
আলুচাষে ক্ষতির ফলে ঋণগ্রস্ত,কোভিড আবহে ঋণ শোধের চাপ,সোনামুখীতে আত্মঘাতী আলুচাষী।
BY Manasi Das21 May 2021 12:12 AM IST

X
Manasi Das21 May 2021 6:42 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আলু চাষে মার খেয়েছিলেন। লোকসান সামাল দিতে বাধ্য হয়ে ঋণও নিয়েছিলেন সোনামুখীর থানা এলাকার পুর্ব নবাসন পঞ্চায়েতের কুন্ডপুষ্করিণী গ্রামের আলু চাষী শ্রীকান্ত ঘোষ(৩৫)। কোভিড আবহে সেই ঋণ শোধের তাগাদা দিচ্ছিল মহজন। আর সেই চাপে পড়ে শেষে আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি। এদিন গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন এই আলু চাষী।পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, এবছর আলুচাষ করে ঋণের জালে জড়িয়ে পড়েন শ্রীকান্ত। ফলে কয়েকদিন ধরে মানসিক অবসাদেও ভুগছিল সে। অবশেষে বৃহস্পতিবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এদিকে,সোনামুখী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠনোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
👁️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story