Home > সোনামুখী-পাত্রসায়র-ইন্দাস > এবার 'মা কিচেন- শুরু সোনামুখীতেও,৫ টাকায় দুপুরের খাবারের থালি সাজিয়ে হাজির পুরসভা।
এবার 'মা কিচেন- শুরু সোনামুখীতেও,৫ টাকায় দুপুরের খাবারের থালি সাজিয়ে হাজির পুরসভা।
BY Manasi Das27 July 2021 4:27 PM IST

X
Manasi Das27 July 2021 4:27 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া,বিষ্ণুপুরের পর এবার সোনামুখীতে চালু হল মা কিচেন। কোভিড আবহে এলাকার দুস্থ ও অসহায় মানুষজন মাত্র ৫ টাকার বিনিময়ে এখানে পেট পুরে খেতে পারবেন দুপুরের আহার। সোমবার এই মা কিচেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত,সোনামুখী পুরসভার প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা প্রমুখ। প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি জানান সোনামুখীর জন্যও মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প মা কিচেনের শুভ সুচনা হল। এই প্রকল্পে মাত্র ৫ টাকায় পেট ভরে দুপুরের খাবার পাবেন এলাকার দুস্থ মানুষজন।
👁️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story