Home > সোনামুখী-পাত্রসায়র-ইন্দাস > পাত্রসায়রের হাট কৃষ্ণনগর থেকে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র মৈনাক চৌধুরী ওরফে রিভু।
পাত্রসায়রের হাট কৃষ্ণনগর থেকে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র মৈনাক চৌধুরী ওরফে রিভু।
BY Manasi Das24 July 2025 4:32 PM IST

X
Manasi Das24 July 2025 4:32 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়া জেলার পাত্রসায়র থানা এলাকার হাট কৃষ্ণনগর গ্রাম থেকে নিখোঁজ এক দশম শ্রেণীর স্কুল পড়ুয়া। গত ২২ জুলাই সকালে পিঠে নীল রঙের স্কুল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে আর খোঁজ মেলেনি। নিখোঁজ পড়ুয়ার নাম মৈনাক চৌধুরী ওরফে রিভু।তার বয়স ১৬ বছর। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।চেহারর গড়ন রোগা। নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল কালো প্রিন্টেড শার্ট এবং সাদা প্যান্ট। পিঠে ছিল নীল রঙের স্কুল ব্যাগ। নিখোঁজ এই স্কুল পড়ুয়ার কোন গতিবিধি বা তার সন্ধান পেলে বাঁকুড়া জেলার পাত্রসায়র থানা কিংবা তার পরিবারের জানাতে পারেন। পরিবারের যোগাযোগ নাম্বার: 9434525393/ 7679310811।
এছাড়া বাঁকুড়া২৪x৭ কেও জানাতে পারেন।
Next Story