সোনামুখী-পাত্রসায়র-ইন্দাস

সোনামুখীতে বিপন্ন প্রজাতির পরিযায়ী স্টেপ ঈগল উদ্ধার।

বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের জগমোহনপুর গ্রামে একটি ক্যানেল পাড় থেকে এই স্টেপ ঈগলটি উদ্ধার করে বনদপ্তর।বর্তমানে এই প্রজাতি ঈগল IUCN দ্বারা “Endangered” (বিপন্ন প্রজাতি) হিসেবে তালিকাভুক্ত।

সোনামুখীতে বিপন্ন প্রজাতির পরিযায়ী স্টেপ ঈগল উদ্ধার।
X

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের রাধামোহনপুর এলাকার জগমোহনপুর গ্রামের একটি ক্যানেলের পাড় থেকে উদ্ধার হল বিপন্ন পরিযায়ী পাখি স্টেপ ঈগল। অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া এই বিরল প্রজাতির ঈগলটিকে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় বর্ধমান চিড়িয়াখানায়। আসুন এই স্টেপ ঈগল সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক।স্টেপ ঈগল (Steppe Eagle): বিপন্ন পরিযায়ী শিকারি পাখি। স্টেপ ঈগল (Aquila nipalensis) হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিকারি পাখি, যাকে আমরা শীতের সময় পরিযায়ী অতিথি হিসেবে ভারতে দেখতে পায়। আকারে বড়, মাথা-ঘাড়ে বাদামি রঙ, ধারালো চঞ্চু আর শক্তিশালী ডানা—এই ঈগল প্রকৃতির খাদ্যচক্রে বড় ভূমিকা রাখে।

পরিযায়ী পাখি হিসেবে ভারতে আগমন

ফি বছর শীত পড়তেই স্টেপ ঈগল নিজের স্বাভাবিক আবাসভূমি দক্ষিণ রাশিয়া, মঙ্গোলিয়া ও জর্জিয়া–র বিশাল তৃণভূমি (Steppe region) ছেড়ে দক্ষিণ দিকে দীর্ঘ পথ উড়ে ভারতে চলে আসে। খাদ্য ও অনুকূল আবহাওয়ার সন্ধানেই এদের এই হাজার,হাজার কিলোমিটারের পরিযান।ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শুষ্ক অঞ্চল, খোলা মাঠ এবং জলাশয় সংলগ্ন এলাকায় এদের বেশী দেখা যায়। কখনও একা, কখনও বা ছোট দলে ঘুরে বেড়ায় এই পাখি।

সংখ্যায় কমছে- তাই বিপন্ন ঘোষণা

স্টেপ ঈগল বর্তমানে IUCN দ্বারা “Endangered” (বিপন্ন প্রজাতি) হিসেবে তালিকাভুক্ত।

এর প্রধান কারণগুলো হলো—

বাসস্থানের দ্রুত ধ্বংস

বিদ্যুতের হাইটেনশন লাইন ও টাওয়ারে ধাক্কা লেগে মৃত্যু

শিকার ও পাচার

খাদ্য সংকট

কীটনাশকের প্রভাবে শিকার প্রাণীর সংখ্যা কমে যাওয়াএইসব কারণে বিশ্বজুড়ে স্টেপ ঈগলের সংখ্যা দ্রুত কমে আসছে, যা পরিবেশবিদদের জন্য গুরুত্বের সাথে ভাবার বিষয়।

স্বাভাবিক বাসস্থান

এই ঈগলের প্রধান “হোম রেঞ্জ” বা স্বাভাবিক আবাসভূমি—

Southern Russia

Mongolia

Georgia

বিশাল স্টেপ অঞ্চল, খোলা প্রান্তর, পাথুরে জমি—এসব পরিবেশেই এদের সবচেয়ে বেশি দেখা যায়। সেখানে বসবাস করলেও শীতকালেই এরা পৃথিবীর দক্ষিণ দিকে নেমে আসে।

খাদ্যাভ্যাস

স্টেপ ঈগল সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ, পোকামাকড় এবং মৃত প্রাণীর দেহ (carrion) খেয়ে বেঁচে থাকে। পরিবেশের মৃতপ্রাণী পরিষ্কার রাখার ক্ষেত্রেও এদের ভূমিকা অনেক।

কেন গুরুত্বপূর্ণ

স্টেপ ঈগল শুধু একটি পাখি নয়—এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। মৃতপ্রাণী খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে, ছোট প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে এবং সমগ্র ইকোসিস্টেমকে স্থিতিশীল রাখে।

সংরক্ষণ জরুরি

বিপন্ন তালিকায় চলে আসার পর আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা ও পরিবেশবিদরা এদের রক্ষায় কাজ করছেন।

আমাদেরও কিছু কাজ করতে হবে—

এদের আবাসস্থল রক্ষা

বিদ্যুৎ লাইন বিপজ্জনক অঞ্চল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া

শিকার বন্ধ করা

সচেতনতা বাড়ানো।




Next Story