সোনামুখী-পাত্রসায়র-ইন্দাস

জেলার ৪ব্লকে অতিবৃষ্টির ক্ষয়-ক্ষতির জরিপ সমীর ও সায়ন্তিকার,মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে রিপোর্ট।

জেলার ৪ব্লকে অতিবৃষ্টির ক্ষয়-ক্ষতির জরিপ সমীর ও সায়ন্তিকার,মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে রিপোর্ট।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অতিবৃষ্টির কবলে পড়ে প্রায় বন্যা পরিস্থিতির ফলে জেলার সোনামুখী,পাত্রসায়র,ইন্দাস ও কোতুলপুর এই চার ব্লকে ভালো ক্ষয়- ক্ষতির মধ্যে পড়তে হয়েছে এই চার ব্লকের মানুষ জনকে। ঘড়বাড়ী ভেঙ্গে পড়ার পাশাপাশি জমির ফসলও ঢুবেছে জলের তলায়। বিঘার পর বিঘা জমির মরসুমী ফসল অতিবৃষ্টিতে নষ্ট হওয়ায় মাথায় হাত চাষীদের। এই অবস্থায় তৃণমুল রাজ্য কমিটি দলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও তালডাংরার প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্ত্তীকে এই চার ব্লকের ক্ষয়, ক্ষতির জরিপের জন্য পাঠানো হয়। সোমবার দিনভর এই চার ব্লক চষে ক্ষয়,ক্ষতির তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরী করেন এই প্রতিনিধি দল।

এবং এই রিপোর্ট পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। তেমনটাই জানিয়েছে সায়ন্তিকা ও সমীর চক্রবর্তী। পাশাপাশি সমীর বাবু অতিবৃষ্টির এই ক্ষয়,ক্ষতির প্রসঙ্গ টেনে বিজেপি সাংসদ ও বিধায়কদেরও একহাত নেন।এই প্রতিনিধি দলের পরিদর্শন ঘিরে স্থানীয় মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সবাই চাইছিলেন নিজেদের সমস্যার কথা তুলে ধরতে। আর সেই সুযোগ না পেয়ে অনেকে আবার আক্ষেপও চেপে রাখতে পারেননি সংবাদ মাধ্যমের কাছে।দলের তরফে এই উদ্যোগকে স্বাগতও জানিয়েছেন আম জনতা। তবে তাদের অভিমত এই পরিদর্শনের পর ক্ষতিপূরণ মিললে তবেই তারা খানিক হলেও সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। তাই ক্ষতিপুরন পাওয়ার আশায় রইলেন এই জল যন্ত্রণার কবলে পড়া মানুষজন তা বলাই বাহুল্য।

👁️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story