Home > সোনামুখী-পাত্রসায়র-ইন্দাস > সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন পাত্রসায়রের ফকিরডাঙ্গা সহ বেশ কয়েকটি এলাকা।
সোমবার রাতের কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন পাত্রসায়রের ফকিরডাঙ্গা সহ বেশ কয়েকটি এলাকা।
BY Manasi Das27 July 2021 1:10 AM IST

X
Manasi Das27 July 2021 1:10 AM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সোমবার রাতে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন জেলার পাত্রসায়র ব্লকের ফকিরডাঙ্গা সহ কয়েকটি এলাকা। বৃষ্টির জেরে বেশ কিছু বাড়ীতে জল ঢুকে গেছে। অনেকের কাঁচা বাড়ী ক্ষতিগ্রস্থ হয়ে গিয়েছে। জীবনের ঝুঁকি এড়াতে রাস্তায় বাচ্চা কোলে নিয়ে ছাতা মাথায় প্রচুর মনুষ অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। সেই ছবি এই মুহুর্তে একমাত্র দেখছেন বাঁকুড়া২৪X ৭ এর পর্দায়। এই ঘটনার খবর পেয়েই পাত্রসায়র থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগায়। এবং বেশ কিছু মানুষকে স্থানীয় স্কুল ঘরে রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। বলে জানা যাচ্ছে।
👁️ দেখুন 🎦ভিডিও। 👇
Next Story